SSC & HSC Short Syllabus 2021
এস এস সি ও এইচ এসসি পরীক্ষার্থীদের জন্য তিন থেকে চার মাসের মধ্যে প্রস্তুতি নেওয়া যাবে এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন মাননীয় শিক্ষা মন্ত্রী । তিনি বলেন এই সিলেবাসের ভিত্তিতে এসএসসি ও এইচএসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ২০২১ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তৈরী এই পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে।
বিজ্ঞান বিভাগ, বানিজ্য বিভাগ ও মানবিক এই তিন বিভাগের মোট ২৮টি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে।
SSC short syllabus download here
Subject wise ssc short syllabus download করতে এই লিংকে প্রবেশ করুন।
https://dhakaeducationboard.gov.bd/
তারপর এসএসসি কর্ণার এরিয়া থেকে এসএসসি পরীক্ষা ২০২১ এর জন্য সংশোধিত পুনঃবিন্যাসকৃত পাঠ্যসূচী তে ক্লিক করুন।
এখানে ক্লিক করার পর ডাউন লোড অপশন আসবে । সেভ এ ক্লিক করুন এবং এক্সট্রা্ক্ট করে পিডিএফ আকারে পাবেন ।
ওকে ক্লিক করার পর আপনার ব্রাউজারের ডাউনলোড অপশনে পাওয়া যাবে।
HSC short syllabus download here
Subject wise hsc short syllabus download করতে এই লিংকে প্রবেশ করুন।
https://dhakaeducationboard.gov.bd/
তারপর এইচ এস সি কর্ণার এ ক্লিক করুন।উপরে দেখানো একই পদ্ধতিতে এইচএসসি শর্ট সিলেবাস ডাউনলোড করা যাবে।
তারপর ২০২১ সালের এইচ এস সি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংক্রান্ত এই লিংকে ক্লিক করলে ডাউন লোড অপশন আসবে । সেভ করুন এবং এক্সট্রা্ক্ট করে পিডিএফ আকারে পাবেন ।