ssc short syllabus 2021

SSC short Syllabus 2021 | এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২১

Education SSC

SSC & HSC Short Syllabus 2021

এস এস সি ও এইচ এসসি পরীক্ষার্থীদের জন্য তিন থেকে চার মাসের মধ্যে প্রস্তুতি নেওয়া যাবে এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন মাননীয় শিক্ষা মন্ত্রী । তিনি বলেন এই সিলেবাসের ভিত্তিতে এসএসসি ও এইচএসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ২০২১ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তৈরী এই পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে।

 

বিজ্ঞান বিভাগ, বানিজ্য বিভাগ ও মানবিক এই তিন বিভাগের মোট ২৮টি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে।

 

SSC short syllabus download here

Subject wise ssc short syllabus download করতে এই লিংকে প্রবেশ করুন।

https://dhakaeducationboard.gov.bd/ 

তারপর এসএসসি কর্ণার এরিয়া থেকে এসএসসি পরীক্ষা ২০২১ এর জন্য সংশোধিত পুনঃবিন্যাসকৃত পাঠ্যসূচী তে ক্লিক করুন। 

এখানে ক্লিক করার পর ডাউন লোড অপশন আসবে । সেভ এ ক্লিক করুন এবং এক্সট্রা্ক্ট করে পিডিএফ আকারে পাবেন ।

ssc short syllabus download 2021

ওকে ক্লিক করার পর আপনার ব্রাউজারের ডাউনলোড অপশনে পাওয়া যাবে।

 

 

HSC short syllabus download here

Subject wise hsc short syllabus download করতে এই লিংকে প্রবেশ করুন।

https://dhakaeducationboard.gov.bd/ 

তারপর এইচ এস সি  কর্ণার এ ক্লিক করুন।উপরে দেখানো একই পদ্ধতিতে এইচএসসি শর্ট সিলেবাস ডাউনলোড করা যাবে।

তারপর ২০২১ সালের  এইচ এস সি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংক্রান্ত এই লিংকে ক্লিক করলে ডাউন লোড অপশন আসবে । সেভ করুন এবং এক্সট্রা্ক্ট করে পিডিএফ আকারে পাবেন ।

 

Leave a Reply